প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 28, 2025 ইং
"বুয়েটের নকশায় ঢাকায় চালু হচ্ছে অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা"

ঢাকায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বুয়েটের তৈরি অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা। প্রাথমিকভাবে দক্ষিণ ও উত্তর সিটির পল্টন, ধানমন্ডি ও উত্তরা এলাকায় এসব রিকশা চালানোর অনুমতি দেওয়া হবে। চালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়ার পর নির্ধারিত রুটে রিকশা চালানো যাবে।
শনিবার গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে প্রশিক্ষক তৈরির কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, অনুমোদিত রিকশা চালালে চালকদের আর হয়রানির শিকার হতে হবে না।
রিকশাচালকদের প্রশিক্ষণ দিতে প্রথম ধাপে ৩০০ প্রশিক্ষক তৈরির কাজ শুরু হয়েছে, যাদের মধ্যে ২০০ জনের প্রশিক্ষণ চলছে। অধিকাংশ প্রশিক্ষকই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন।
ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, অনুমোদনহীন রিকশাগুলো ধাপে ধাপে সরানো হবে, তবে জোর করে নয়। চালকদের প্রশিক্ষণ ও নতুন রিকশা কিনতে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, অনুমোদিত রিকশার দাম দুই লাখ টাকার কম হবে। চার্জিং পয়েন্ট তৈরির কাজ চলছে। আগস্টের শুরুতেই নতুন রিকশা বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রাম। এতে ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ ৮০ হাজার টাকা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ